Top Header
Author BartaLive.com
তারিখ: ১৩ জুলাই ২০২৫, ০৬:৪১ অপরাহ্ণ

মিথ্যা অপপ্রচার ও চাঁদাবাজির বিরুদ্ধে মশাল হাতে বোয়ালখালী ছাত্রদল

News Image

চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপির বিরুদ্ধে চলমান মিথ্যা অপপ্রচার, গুজব এবং রাজনৈতিক বিভ্রান্তির প্রতিবাদে রাজপথে মশাল মিছিল করেছে উপজেলা ছাত্রদল। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার হাজির হাট থেকে অলি বেকারী পর্যন্ত এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলা ও পৌর ছাত্রদলের পাশাপাশি আশুতোষ সরকারি কলেজ ও সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।

মিছিলকারীরা মশাল হাতে স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। তারা অভিযোগ করেন, বর্তমান ক্ষমতাসীন মহল পরিকল্পিতভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে এবং বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে, যাতে সাধারণ জনগণ ভ্রান্ত তথ্যের ফাঁদে পড়ে। এই অপপ্রচার তারা দেখছেন বিরোধী রাজনীতিকে দমন করার একটি কৌশল হিসেবে।

ছাত্রদল নেতারা বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, স্থানীয় স্তরেও বিএনপি-সমর্থিত ছাত্রদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজ ও দখলবাজ একটি মহল নিজেদের স্বার্থে এসব মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে। তারা প্রশাসনের নিরব ভূমিকার সমালোচনা করে বলেন, এই নিরবতা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় ছাত্রদল নেতাকর্মীরা বলেন, তারা বিএনপিকে নিষ্ক্রিয় করতে পরিচালিত প্রতিটি ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। যারা আন্দোলন দমন করতে মিথ্যা মামলা, গুজব ও হুমকির আশ্রয় নিচ্ছে, ছাত্রদল তাদের প্রতিহত করবে।

তারা আরও জানান, বর্তমান সময়ে বিরোধী রাজনীতি করতে গিয়ে ব্যাপক বাধার মুখে পড়তে হচ্ছে। প্রশাসনিক চাপ, মামলা, গুজব এবং সামাজিক মাধ্যমে চরিত্রহননের চেষ্টা—সব মিলিয়ে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক পরিবেশ তৈরি করা হয়েছে। এই প্রেক্ষাপটে ছাত্রদল মাঠে থেকে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সত্যের পক্ষে লড়াই চালিয়ে যাবে।

ছাত্রদলের ভাষায়, এই মশাল মিছিল কেবল একটি প্রতিবাদ নয়, বরং এটি একটি বার্তা—গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর। অন্ধকার যতই ঘন হোক, তারা সাহসের আগুন হাতে এগিয়ে যাবে, আন্দোলন থেকে পিছু হটবে না।

Watermark