Top Header
Author BartaLive.com
তারিখ: ১৪ জুলাই ২০২৫, ০১:৩৯ অপরাহ্ণ

ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা

News Image

ময়মনসিংহের ভালুকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডে প্রাণ গেছে এক নারী ও তার দুই সন্তানের। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার একটি বাসা থেকে তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—ময়না খাতুন, তার চার বছর বয়সী মেয়ে রাইসা আক্তার ও দুই বছর বয়সী ছেলে মো. নিরব। ময়না খাতুন ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার গভীর রাত কিংবা সোমবার ভোরে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

Watermark