Top Header
Author BartaLive.com
তারিখ: ১৪ জুলাই ২০২৫, ০৯:১০ অপরাহ্ণ

কৃষকদের দক্ষতা উন্নয়নে বোয়ালখালীতে ফিল্ড স্কুল কংগ্রেস

News Image

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কংগ্রেস অনুষ্ঠিত হয়, যা “এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবদুচ ছোবহান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ।

উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, সমবায় কর্মকর্তা মো. রাসেল, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস.এম. মোদ্দাছ্ছের, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, কৃষক সাইফুর রহমান ও মুন্নি দে।

বক্তারা বলেন, কৃষকের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল পরিচালনার মাধ্যমে উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা এবং ফার্মার্স সার্ভিস সেন্টার গড়ে তোলা হচ্ছে।

এ ধরনের কংগ্রেসে কৃষকরা তাদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী ধারণা ভাগাভাগির সুযোগ পান।

আলোচনায় আরও উঠে আসে—ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, টেকসই কৃষিপণ্যের ভ্যালুচেইন গড়ে তোলা, প্রযুক্তি ব্যবহার, পুষ্টিসমৃদ্ধ ফল ও সবজি চাষ, এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে এই প্রকল্প কার্যকর ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান মো. মোর্শেদ, উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা শিবু কান্তি দাশ, লক্ষ্মণ কারণ, এস.এম. ফরিদসহ স্থানীয় কৃষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Watermark