মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চৌগাছা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গ্রামের বাসিন্দা গোলাম কিবরিয়া (৫৫) ও তার স্ত্রী রিনা খাতুন (৪৫)। কিবরিয়া পেশায় রাজমিস্ত্রী ছিলেন এবং রিনা একজন গৃহিণী। তারা তিন কন্যা সন্তানের বাবা-মা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় গোলাম কিবরিয়ার বাড়ির বৈদ্যুতিক মিটারের আর্থিং তারের সঙ্গে একটি বাইসাইকেল রাখা ছিল। কোনোভাবে সেই আর্থিং তারে বাড়ির সাইড লাইনের সংযোগ লেগে যায়। বিষয়টি না জেনে কিবরিয়া বাইসাইকেল ধরতেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্বামীকে এমন অবস্থায় দেখে ছুটে আসেন স্ত্রী রিনা খাতুন। তাকে টেনে সরাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। তাদের ছোট মেয়ে ঘটনাটি দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা দু’জনকেই দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন জানান, “হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।”
এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনদের মাঝে শোক ও স্তব্ধতা বিরাজ করছে।