ময়মনসিংহের ভালুকায় আলোচিত মা ও দুই শিশু হত্যা মামলার প্রধান সন্দেহভাজন নজরুল ইসলামকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে ভালুকা মডেল থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, “নজরুলকে ধরতে পুলিশ ময়মনসিংহ ও গাজীপুরসহ বিভিন্ন জেলায় অভিযান চালায়। একাধিক দলে বিভক্ত হয়ে অনুসন্ধানের পর জয়দেবপুর থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এর আগে সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌর শহরের টিএন্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। অভিযোগ রয়েছে, নজরুল ইসলাম তার বড় ভাইয়ের স্ত্রী ময়না বেগম (২৫), ভাগ্নি রাইসা (৭) ও ভাগিনা নিরব (২)-কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।
নিহতদের স্বজনরা জানিয়েছেন, পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা।
এ হত্যাকাণ্ড ঘিরে এলাকায় চরম শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে মামলার অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে।