Top Header
Author BartaLive.com
তারিখ: ১৬ জুলাই ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ

হজের অব্যবহৃত অর্থ সরাসরি হাজিদের অ্যাকাউন্টে, প্রতারণা থেকে সতর্ক থাকতে নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

News Image

২০২৫ সালের হজ: অব্যবহৃত অর্থ সরাসরি হাজিদের অ্যাকাউন্টে ফেরত, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

সরকারি ব্যবস্থাপনায় ২০২৫ সালের হজ পালনকারীদের খরচ পর্যালোচনা শেষে অব্যবহৃত অর্থ সরাসরি হাজিদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ অর্থ ফেরত দেওয়া হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বা বিইএফটিএন পদ্ধতিতে।

বুধবার (১৬ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ ফেরতের জন্য কারও সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ডেবিট/ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) তথ্য শেয়ার করার প্রয়োজন নেই। কেউ এ ধরনের তথ্য চাইলে তা প্রতারণার অংশ হতে পারে—এমন সতর্কবার্তাও দিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রত্যেক সরকারি হজযাত্রীর ব্যয়ের হিসাব পর্যালোচনা করে যেসব অর্থ অব্যয়িত রয়েছে, তা স্বয়ংক্রিয় ও মধ্যস্থতাহীনভাবে ফেরত দেওয়া হচ্ছে। এতে কোনো দালাল বা তৃতীয় পক্ষের প্রয়োজন নেই।

এ প্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে—অর্থ ফেরতের বিষয়ে কেউ যদি ব্যক্তিগত তথ্য দাবি করে, তাহলে বিষয়টি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে এবং প্রতারণার ফাঁদে না পড়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে।

Watermark