গোপালগঞ্জে শান্তিপূর্ণ পদযাত্রায় হামলায় জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি অন্তবর্তী সরকারের – “বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঠাঁই নেই”
ঢাকা, ১৬ জুলাই:
গোপালগঞ্জে আজ (মঙ্গলবার) শান্তিপূর্ণ পদযাত্রায় সন্ত্রাসী হামলার ঘটনায় কঠোর নিন্দা ও হুঁশিয়ারি জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তবর্তী সরকার। বিবৃতিতে বলা হয়েছে, “গোপালগঞ্জে আজকের সহিংসতা একেবারেই অমার্জনীয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তরুণ কর্মীদের এক বছর আগে শুরু হওয়া বিপ্লবী আন্দোলনের বার্ষিকী উপলক্ষে আয়োজিত শান্তিপূর্ণ পদযাত্রা দমন করার মাধ্যমে মৌলিক অধিকার হরণ করা হয়েছে। এটি লজ্জাজনক ও গণতান্ত্রিক মূল্যবোধের চরম লঙ্ঘন।”
বিবৃতিতে আরও বলা হয়, “আজকের এই নির্মম হামলায় এনসিপি নেতাকর্মী, সাংবাদিক এবং পুলিশের সদস্যরা আক্রান্ত হয়েছেন। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, অনেককে রক্তাক্ত করা হয়েছে। এই বর্বর হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দায়ী করা হচ্ছে। এ ঘটনা কোনোভাবেই পার পাবে না। জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
অন্তবর্তী সরকার এই হামলার ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের দ্রুত হস্তক্ষেপের প্রশংসা জানিয়ে বলেছে, “তরুণদের সাহস ও দৃঢ়তা প্রশংসনীয়—প্রাণনাশের হুমকি ও হামলার মধ্যেও তারা তাদের পদযাত্রা চালিয়ে গেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার ও প্রতিবাদী কণ্ঠকে দমন করার যে অপচেষ্টা চালানো হয়েছে, তা ব্যর্থ হয়েছে।”
বিবৃতির শেষাংশে স্পষ্ট করে বলা হয়, “এই বর্বরতার বিচার হবেই। এ দেশের মাটিতে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। ন্যায়বিচার নিশ্চিত করা হবে। গণতন্ত্র ও নাগরিক অধিকারের প্রতি আমাদের অঙ্গীকার অটুট থাকবে।”