Top Header
Author BartaLive.com
তারিখ: ১৬ জুলাই ২০২৫, ০৭:৪০ অপরাহ্ণ

গোপালগঞ্জে ঢুকে, কর্মসূচি করে, নিরাপদে ফেরা—সেনা-পুলিশের রক্তপাতহীন ব্যবস্থাপনায় এনসিপির ঐতিহাসিক বিজয়: পিনাকী ভট্টাচার্য

News Image

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে জোর প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। ফেসবুকে দেওয়া এক তীব্র প্রতিক্রিয়ায় তিনি দাবি করেছেন, এনসিপির রক্তপাতহীনভাবে গোপালগঞ্জে প্রবেশ, সমাবেশ এবং নিরাপদে ফিরে আসা—এটাই এক ঐতিহাসিক বিজয়।

পিনাকী লেখেন,
“গোপালগঞ্জে আমরা ঢুকতে পারবো না, ঢুকলেও বের হতে পারবো না—এই মিথ চুরমার হয়ে গেছে।”
তিনি বলেন, একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের পেশাগত দায়িত্ব। এনসিপি কোনো সহিংসতা ঘটাতে যায়নি, তারা গিয়েছে শান্তিপূর্ণভাবে সভা করতে। তিনি জোর দিয়ে বলেন, “এনসিপির হাতে অস্ত্র ছিল না, যাদের হাতে ছিল তারা হামলা করেছে। কিন্তু পুলিশ ও সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা রেখে রক্তপাতহীন নিরাপত্তা দিয়েছে। কোনও প্রাণহানি হয়নি। এটাই এক বড় অর্জন।”

তিনি এই ঘটনাকে হাসিনা শাসনের “মিথভাঙা মুহূর্ত” হিসেবে আখ্যায়িত করে বলেন,
“গোপালগঞ্জে মুজিববিরোধী সমাবেশ করতে যাওয়া যায়, নিরাপদে ফিরে আসা যায়—এটিই রাজনৈতিকভাবে বিশাল মূল্যবান। এই অর্জন এসেছে বর্ষা বিপ্লবের সাহসী তারুণ্যের হাত ধরে।”

পিনাকী আরও লেখেন, গোপালগঞ্জের সাধারণ মানুষ এই হামলায় অংশ নেয়নি, হামলায় অংশ নিয়েছে “বাকশালি গুন্ডারা।” তার ভাষায়, “ওরা মরণপণ লড়তে পারে না, সেটাও আজ প্রমাণিত হয়েছে।”

তিনি প্রশ্ন তুলেছেন, “যারা এই কর্মসূচিকে কেন্দ্র করে ভয় দেখাচ্ছিলেন, তারা কি আদৌ রাজনীতি বোঝেন? তারা কি এই তারুণ্যের সাহস, সক্ষমতা, এবং রাজনৈতিক বোধকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন?”

পিনাকী সতর্ক করে দেন যে সাংবাদিকতার নামে স্ক্রিনশট ফাঁস করা ও সত্যিকারের রাজনীতি এক নয়।
তার ভাষায়, “আমরা বিজয়ের জন্য নয়, লড়াকু মনোভাবের জন্য তরুণদের পাশে আছি। ছিলাম, থাকবো।”

পোস্টের শেষে তিনি লেখেন—
“অসত্যের কাছে কভু নত নাহি হবে শির,
ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।”
ইনকিলাব জিন্দাবাদ, মুজিবিবাদ মুর্দাবাদ।

Watermark