Top Header
Author BartaLive.com
তারিখ: ১৬ জুলাই ২০২৫, ১০:৪২ অপরাহ্ণ

“গোপালগঞ্জে আমাদের ওপর জঙ্গি কায়দায় হত্যাচেষ্টা চালানো হয়েছে”—এনসিপি নেতা নাহিদ ইসলাম

News Image

খুলনা, ১৬ জুলাই:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পদযাত্রা ও সমাবেশে রক্তক্ষয়ী হামলার পর সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, “এই হামলা ছিল একটি পরিকল্পিত, জঙ্গি কায়দার হত্যাচেষ্টা।”

বুধবার রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন,
“মুজিববাদি সন্ত্রাসীরা জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের শীর্ষ নেতাদের হত্যা করতে চেয়েছিল। তারা জঙ্গি স্টাইলে আমাদের ওপর হামলা করেছে। আমরা অলৌকিকভাবে বেঁচে ফিরেছি।”

তিনি জানান, গোপালগঞ্জে সমাবেশ শেষে নেতাকর্মীদের বহর মাদারীপুরের উদ্দেশে যাত্রা করলে ফের হামলার শিকার হন তারা। “আমাদের গাড়িবহরে আক্রমণ চালানো হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা কোনও রকমে খুলনায় পৌঁছাতে সক্ষম হই।”

নাহিদ ইসলাম আরও বলেন,
“আজকের হামলার মাধ্যমে দেশবাসী এবং আন্তর্জাতিক মহলের সামনে আওয়ামী লীগের আসল চেহারা স্পষ্ট হয়ে গেছে। গোপালগঞ্জ এখন ফ্যাসিস্টদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে।”

তিনি আরও অভিযোগ করেন,
“গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট করে হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগ মনে করত গোপালগঞ্জে তারা ছাড়া আর কেউ কর্মসূচি করতে পারবে না—আজ এনসিপি সেই মিথ ভেঙে দিয়েছে।”

নাহিদ ইসলাম ঘোষণা দেন,
“হত্যাচেষ্টা, হামলা, গ্রেপ্তার—কোনো কিছু দিয়েই জুলাই পদযাত্রা থামানো যাবে না। আমরা রাজপথে আছি, থাকব। কাল বৃহস্পতিবার সারা দেশে এনসিপি বিক্ষোভ কর্মসূচি পালন করবে।”

এর আগে সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন বলেন,
“আমাদের হত্যা করার জন্যই এই সশস্ত্র হামলা হয়েছে। আমরা বাংলাদেশে চারটি বিভাগে শান্তিপূর্ণ পদযাত্রা করেছি। কিন্তু গোপালগঞ্জে আগে থেকেই সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী আমাদের ওপর হামলা চালিয়েছে।”

সংবাদ সম্মেলনের শেষে এনসিপির পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা।

এনসিপি নেতাদের অভিযোগ ও বক্তব্যে স্পষ্ট, তারা এই হামলাকে শুধু রাজনৈতিক বাধা নয়, বরং গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন।

Watermark