বোয়ালখালীর সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে ‘জুলাই শহীদদের’ স্মরণে দেয়ালচিত্র আঁকলো শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে দিনভর চলে এই চিত্রাঙ্কন কর্মসূচি।
জুলাই পূণজাগরণের বার্ষিকী উপলক্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দেয়ালচিত্রে ফুটে ওঠে শহীদদের আত্মত্যাগ, সাহসিকতা ও স্বাধীনতার গল্প।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আজিজুল হামিদ, সালমান, মো. আসিফ, জুবায়েদ, ফয়সাল, সাকিব, জান্নাতুন নাঈমা নিফা, মেহরাজ আফরুজ, আবির ও প্রথম বর্ষের জিহান।
শিক্ষার্থীরা জানান, নতুন প্রজন্মকে শহীদদের বীরত্বের গল্প জানানোই তাঁদের লক্ষ্য।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন ও সহকারী অধ্যাপক শাহেদা বেগম শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করেছেন। অধ্যক্ষ বলেন, “দেয়ালচিত্র শুধু শিল্পচর্চা নয়, ইতিহাসকে জীবন্ত করে তোলার মাধ্যম।”