Top Header
Author BartaLive.com
তারিখ: ১৬ জুলাই ২০২৫, ১১:১৮ অপরাহ্ণ

বোয়ালখালী কলেজে দেয়ালচিত্রে ‘জুলাই শহীদদের’ স্মরণ

News Image

বোয়ালখালীর সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে ‘জুলাই শহীদদের’ স্মরণে দেয়ালচিত্র আঁকলো শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে দিনভর চলে এই চিত্রাঙ্কন কর্মসূচি।

জুলাই পূণজাগরণের বার্ষিকী উপলক্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দেয়ালচিত্রে ফুটে ওঠে শহীদদের আত্মত্যাগ, সাহসিকতা ও স্বাধীনতার গল্প।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আজিজুল হামিদ, সালমান, মো. আসিফ, জুবায়েদ, ফয়সাল, সাকিব, জান্নাতুন নাঈমা নিফা, মেহরাজ আফরুজ, আবির ও প্রথম বর্ষের জিহান।

শিক্ষার্থীরা জানান, নতুন প্রজন্মকে শহীদদের বীরত্বের গল্প জানানোই তাঁদের লক্ষ্য।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন ও সহকারী অধ্যাপক শাহেদা বেগম শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করেছেন। অধ্যক্ষ বলেন, “দেয়ালচিত্র শুধু শিল্পচর্চা নয়, ইতিহাসকে জীবন্ত করে তোলার মাধ্যম।”

Watermark