Top Header
Author BartaLive.com
তারিখ: ১৭ জুলাই ২০২৫, ০২:৫৯ অপরাহ্ণ

‘ফ্রি ইন্টারনেট ডে’, দেশের সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ১ জিবি বিনামূল্যে ডাটা

News Image

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ১৮ জুলাই (শুক্রবার) দিনটি ‘ফ্রি ইন্টারনেট ডে’ হিসেবে ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এই উপলক্ষে দেশের সক্রিয় সব মোবাইল ফোন গ্রাহককে বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডাটা দেওয়া হবে, যা পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ফ্রি ইন্টারনেট ডে বাস্তবায়নে দেশের সব মোবাইল অপারেটরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগেই, গত ৯ জুলাই অপারেটরদের কাছে এ সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশ পাঠানো হয়েছিল।

বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ জানায়, এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে জনগণের মধ্যে ডিজিটাল সংযুক্তি বৃদ্ধি এবং প্রযুক্তি ব্যবহারে অংশগ্রহণ বাড়ানো। বিশেষ করে জাতীয় গুরুত্বপূর্ণ দিবসকে স্মরণীয় করে তুলতে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ জুলাই যেসব মোবাইল নম্বর সক্রিয় থাকবে, সেগুলোর ব্যবহারকারীরা নির্ধারিত কোড ডায়াল করে ফ্রি ইন্টারনেট সক্রিয় করতে পারবেন।
নির্ধারিত কোডগুলো হলো:

সরকার আশা করছে, এই বিনামূল্যের ইন্টারনেট সেবা প্রযুক্তির সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরেকটি ধাপ হিসেবে কাজ করবে। একই সঙ্গে, এটি জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করারও একটি মাধ্যম হয়ে উঠবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Watermark