Top Header
Author BartaLive.com
তারিখ: ১৭ জুলাই ২০২৫, ০৩:২৩ অপরাহ্ণ

“আমরা আবারো গোপালগঞ্জে যাবো”-আহ্বায়ক নাহিদ ইসলাম

News Image

গোপালগঞ্জ নিয়ে অনড় অবস্থানে এনসিপি, ফের কর্মসূচির ঘোষণা নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জে ফের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমরা আবারো গোপালগঞ্জে যাবো। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে কর্মসূচি করবো।”

তিনি আরও লেখেন, “গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে।”

বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও সমাবেশের প্রসঙ্গে তিনি দাবি করেন, এটি একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। তার ভাষায়, “আমরা যুদ্ধের ডাক নিয়ে যাইনি, আমাদের কর্মসূচি ছিল পূর্বঘোষিত এবং শান্তিপূর্ণ। কিন্তু মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে, আমাদের হত্যা করার উদ্দেশ্যে।”

তিনি এই হামলার সঙ্গে ১৯৭৪ সালের ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর ঘটনাকে তুলনা করেন এবং বলেন, “আওয়ামী লীগ সব সময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়।”

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীদের বাধা দিয়ে কর্মসূচিতে যোগ দিতে দেওয়া হয়নি।

তিনি চারজন মৃত্যুর খবরের কথা উল্লেখ করে বলেন, “আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করি না, প্রত্যাশাও করি না।”

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি লিখেছেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। শুধু গোপালগঞ্জে নয়, দেশজুড়ে এ ধরনের গ্রেফতার অভিযান চালাতে হবে।”

Watermark