Top Header
Author BartaLive.com
তারিখ: ১৭ জুলাই ২০২৫, ০৬:১৩ অপরাহ্ণ

চুরির মামলায় গ্রেপ্তার যুবকই পুলিশের স্ত্রীর ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত

News Image

কক্সবাজারের চকরিয়ায় এক চাঞ্চল্যকর ঘটনায় চুরির মামলায় গ্রেপ্তার হওয়া এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ জুলাই) গভীর রাতে চকরিয়া পৌর এলাকা থেকে মো. পারভেজ ওরফে আবুল কালাম (৩৯) নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

পারভেজ চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মগবাজার খামারপাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকার মেম্বারপাড়ায় বসবাস করেন।

পুলিশ জানায়, পারভেজের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। সর্বশেষ একটি চুরির মামলায় গ্রেপ্তারের পর তদন্তে উঠে আসে, তিনি এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের সঙ্গেও জড়িত। সিসি ক্যামেরার ফুটেজ এবং মোবাইল লোকেশন বিশ্লেষণের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়, পারভেজই সেই ব্যক্তি, যিনি ওই বাসায় চুরি ও ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন। পরে ভুক্তভোগী নারী থানায় গিয়ে পারভেজকে সনাক্ত করেন।

ঘটনার বিবরণে জানা যায়, এক পুলিশ সদস্য স্ত্রী ও সন্তান নিয়ে চকরিয়ায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত প্রায় সাড়ে তিনটার দিকে পুলিশ সদস্যটি কর্মস্থলে অনুপস্থিত থাকাকালে মুখোশ পরা পারভেজ রান্নাঘরের জানালা দিয়ে একটি বাঁশের সাহায্যে দরজার ছিটকিনি খুলে ঘরে প্রবেশ করেন। এরপর বাসায় থাকা দুইটি মোবাইল ফোন ও নগদ আড়াই হাজার টাকা ছিনিয়ে নেন এবং গৃহবধূকে জিম্মি করে ধর্ষণ করেন।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাস জানান, চুরির মামলায় পারভেজকে গ্রেপ্তারের পর আরও তদন্তে বেরিয়ে আসে ধর্ষণের তথ্য। ভুক্তভোগীর সনাক্তকরণ ও প্রযুক্তিগত বিশ্লেষণে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে পারভেজকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে চুরি ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। আদালতের অনুমতি পেলে পারভেজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন এএসপি অভিজিৎ দাস।

Watermark