চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার আরাকান সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফ রহমান রাতে ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল শেষে থানায় ফিরছিলেন। রায়খালী ব্রিজ অতিক্রম করার পর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় পৌঁছালে হঠাৎ কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত চলন্ত গাড়িতে ঢিল ছুড়ে পালিয়ে যায়।
এতে গাড়ির সামনের আয়নার বাম পাশে ফাটল ধরে, তবে কেউ আহত হননি বলে জানা গেছে।
এ বিষয়ে ওসি লুৎফ রহমান বলেন, “কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”
পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ সম্ভাব্য সন্দেহভাজনদের শনাক্তে অভিযান শুরু করেছে।