নাটোরের বড়াইগ্রামে এক অভাবনীয় ঘটনা ঘটেছে—একটি বিষয়ে পরীক্ষা দিয়ে দুটি বিষয়ে ফেল করেছে এক এসএসসি পরীক্ষার্থী। বিষয়টি নিয়ে বিস্মিত শিক্ষার্থী, বিদ্যালয় এবং অভিভাবক সবাই।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আরাফাত সরদার। তিনি বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস ট্রেডের শিক্ষার্থী এবং উপজেলার জলন্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
বিদ্যালয় সূত্র জানায়, আরাফাত ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় মোট ১৫টি বিষয়ে অংশগ্রহণ করে। সে সময় শুধু রসায়নে অকৃতকার্য হয়। এরপর ২০২৫ সালের পরীক্ষায় শুধুমাত্র রসায়ন বিষয়ে পুনরায় অংশ নেয়।
গত ১০ জুলাই প্রকাশিত ফলাফলে দেখা যায়, রসায়নের পাশাপাশি তাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে। অথচ আরাফাতের প্রবেশপত্র এবং পরীক্ষায় অংশগ্রহণ কোনোটিতেই কৃষি বিষয় অন্তর্ভুক্ত ছিল না।
এ বিষয়ে আরাফাত সরদার বলেন, “আমি শুধু রসায়নে পরীক্ষায় বসেছিলাম, প্রবেশপত্রেও সেটাই ছিল। কিন্তু ফলাফলে দেখি আমাকে কৃষিতেও ফেল দেখানো হয়েছে! এটা কীভাবে সম্ভব?”
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজনীন সুলতানা জানান, “বোর্ডের কোনো কারিগরি ত্রুটির কারণেই এমনটি হয়ে থাকতে পারে।”
পরীক্ষাকেন্দ্র সচিব এবং মেখৈড়া ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খাতুন বলেন, “ঘটনাটি শুনেছি, বিস্তারিত খোঁজ নিচ্ছি। দ্রুত বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানানো হবে।”
এই ভুল সংশোধনে বোর্ড কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার বিষয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও নির্ভুল ফল প্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।