Top Header
Author BartaLive.com
তারিখ: ১৯ জুলাই ২০২৫, ০২:২৩ অপরাহ্ণ

প্রয়োজনে গোপালগঞ্জের সংঘর্ষে নিহতদের মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Image

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনে কবর থেকে উত্তোলন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সংঘর্ষে নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে নিয়ে গেছেন, যার ফলে ময়নাতদন্ত সম্ভব হয়নি। তবে সঠিক তদন্তের স্বার্থে প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

গোপালগঞ্জের ঘটনার দায় কার, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি দোষী কারা তা নির্ধারণ করবে এবং যথাসময়ে সবাইকে জানানো হবে।

তিনি আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর বিষয়ে ইমিগ্রেশনে জনবলের চাহিদা সম্পর্কিত তথ্য খোঁজ নেওয়া হয়েছে। তবে টার্মিনাল চালুর নির্দিষ্ট সময় সম্পর্কে তার কাছে এখনো কোনও তথ্য নেই।

সংবাদ পরিবেশন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গোপালগঞ্জের ঘটনাটি সরাসরি সম্প্রচার করায় প্রকৃত চিত্রটি সামনে এসেছে। তবে তিনি অনুরোধ করেন, যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তারা যেন ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করেন।

Watermark