Top Header
Author BartaLive.com
তারিখ: ১৯ জুলাই ২০২৫, ০২:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগে থেকে ৬০ লাখ টাকার সিগারেট ও মোবাইল জব্দ

News Image

চট্টগ্রাম বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগে মিলল সিগারেট ও মোবাইল, জব্দ ৬০ লাখ টাকার পণ্য

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত ফেরত তিন যাত্রীর ট্রলিব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাস্টমস কর্মকর্তারা। শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই অভিযান চালানো হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আটক তিন যাত্রী হলেন মোহাম্মদ শাহ্ আলম, আশরাফুল ইসলাম ও মো. আরফান। তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা এবং নিয়মিত ‘ব্যাগেজ পার্টি’র মালামাল বহন করেন বলে সন্দেহ করা হচ্ছে।

তাদের কাছ থেকে মোট ৫৭০ কার্টন বিদেশি সিগারেট এবং ৩০টি দামি মুঠোফোন জব্দ করা হয়। মোবাইলগুলোর মধ্যে আইফোন, গুগল পিক্সেল এবং স্যামসাং ব্র্যান্ডের সেট রয়েছে। জব্দ করা পণ্যের মোট বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা বলে জানা গেছে।

বিদ্যমান ব্যাগেজ বিধিমালা অনুযায়ী, কোনো যাত্রী বছরে একবার একটি নতুন মুঠোফোন শুল্কমুক্তভাবে আনতে পারেন। আর বিএমইটি কার্ডধারী প্রবাসীরা ছয় মাস বিদেশে অবস্থান করলে বছরে দুটি মোবাইল আনতে পারেন বিনা শুল্কে। এছাড়া বিদেশ থেকে এক কার্টন সিগারেট আনাও শুল্কমুক্ত সুবিধার মধ্যে পড়ে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, তিন যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মামলার আওতায় আনা হবে বলে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

Watermark