Top Header
Author BartaLive.com
তারিখ: ১৯ জুলাই ২০২৫, ০৭:৪২ অপরাহ্ণ

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বক্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন আমির শফিকুর রহমান

News Image

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির আমির শফিকুর রহমান। আজ শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া পাঁচটার দিকে সমাবেশের সমাপনী বক্তৃতার সময় তিনি এই শারীরিক সমস্যায় আক্রান্ত হন।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে, তার প্রথম প্রমাণ হচ্ছে…” — এ কথা বলেই তিনি হঠাৎ পড়ে যান। উপস্থিত নেতা-কর্মীদের সহযোগিতায় তিনি উঠে দাঁড়ালেও কিছু সময় পর আবারও অসুস্থ হয়ে পড়ে যান। পরে বসেই বক্তৃতা শেষ করেন জামায়াত আমির।

মঞ্চে বসে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, তত সময় মানুষের জন্য লড়াই করব, ইনশা আল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, জামায়াত যদি সরকার গঠনের সুযোগ পায়, তাহলে দলের সংসদ সদস্য বা মন্ত্রী কেউ সরকারি প্লট, করমুক্ত গাড়ি কিংবা অবৈধ সুবিধা গ্রহণ করবেন না। বরং প্রতিটি কাজের ব্যয় ও অগ্রগতি জনসমক্ষে তুলে ধরতে বাধ্য থাকবেন।

বক্তব্যের শেষদিকে শফিকুর রহমান বলেন, “চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই।” তিনি যুবসমাজের প্রতি বার্তা দিয়ে বলেন, “তোমাদের সঙ্গে আমরা আছি।”

শরীরিক অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, “আল্লাহর ইচ্ছা, শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করেনি। তবে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আমার মৃত্যু নির্ধারিত সময়ের এক সেকেন্ড আগে হবে না, আর হায়াত শেষ না হওয়া পর্যন্ত আমি দায়িত্ব পালন করে যাব।”

সমাবেশ শেষে আমিরে জামায়াতকে দুই পাশ থেকে ধরে মঞ্চে দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “প্রচণ্ড গরমে অনেকে অসুস্থ হয়েছেন, আমাদের আমিরও সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন। আল্লাহর কৃপায় তিনি আবারও কথা বলার শক্তি পেয়েছেন এবং বক্তব্য শেষ করতে পেরেছেন।”

‘সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন’সহ সাত দফা দাবিতে আয়োজিত এই জাতীয় সমাবেশে সারা দেশ থেকে জামায়াতের নেতা–কর্মীরা অংশ নেন। বেলা দুইটায় মূল অনুষ্ঠান শুরু হয় এবং আমিরের বক্তব্যের মধ্য দিয়েই তা শেষ হয়।

জামায়াত সূত্র জানায়, সমাবেশস্থল থেকে শফিকুর রহমানকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

Watermark