Top Header
Author BartaLive.com
তারিখ: ২০ জুলাই ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ

ঘুমের ওষুধ মিশিয়ে তৈরি দেশি মদ পানে ৫ জনের মৃত্যু

News Image

খুলনায় দেশি মদ পানে আরও একজনের মৃত্যু হয়েছে। দুই দিনের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসক শেখ মোসলেম আলী (৭৮)। গতকাল শনিবার গভীর রাতে রায়ের মহল এলাকার মালেক সড়কে নিজ বাসা থেকে তাঁকে আটক করে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

স্থানীয়ভাবে ‘আলী ডাক্তার’ নামে পরিচিত মোসলেম আলীর মালিকানায় ‘মাতৃসদন হোমিও ফার্মেসি’ নামে একটি দোকান রয়েছে। অভিযোগ উঠেছে, এই ফার্মেসির আড়ালে তিনি নিজ বাসায় বসেই দেশি মদ প্রস্তুত করতেন। মদের উপকরণ হিসেবে তিনি ঘুমের ওষুধসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করতেন।

পুলিশ জানায়, আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার একটি ঘেরে কয়েকজন ব্যক্তি মোসলেম আলীর তৈরি মদ পান করেন। এরপরই তাঁদের শরীর খারাপ হতে থাকে এবং তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে পাঁচজন মারা যান। মৃত ব্যক্তিরা হলেন—সাজ্জাদ মল্লিক (রায়ের মহল), বাবু (বয়রা শেরের বাজার মোড়), সাবু (বয়রা মধ্যপাড়া), গৌতম কুমার বিশ্বাস (বয়রা জংশন রোড) এবং তোতা (পাবলিক কলেজের পেছনের এলাকা)। এর মধ্যে সাবু ও বাবু সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি।

পুলিশের দাবি, মোসলেম আলী নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ তৈরি করছিলেন। তাঁকে আটকের পর মদের উপকরণ জব্দ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Watermark