Top Header
Author BartaLive.com
তারিখ: ২০ জুলাই ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ

নোবেলকে আবারও আটক, মদ্যপ অবস্থায় চালককে মারধর

News Image

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে তিনি নিয়মিতই শিরোনামে উঠে আসছেন। কিছুদিন আগেই নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান এই শিল্পী। পরবর্তীতে অভিযোগকারী নারীর সঙ্গে বিয়ের মাধ্যমে সেই মামলার নিষ্পত্তি হয়।

তবে এবার নতুন করে আলোচনায় এসেছেন উবার চালককে মারধরের অভিযোগে। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মদ্যপ অবস্থায় মারধরের ঘটনায় রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে নোবেলকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মধ্যরাতে উবার অ্যাপ ব্যবহার করে একটি প্রাইভেট কার ভাড়া করেন নোবেল। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সালসাবিল মাহমুদ। গাড়ি হাবুলের পুকুরপাড় এলাকায় পৌঁছালে নোবেল গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান এবং চালকের সঙ্গে অস্বাভাবিক ও অশোভন আচরণ শুরু করেন। কথাবার্তার একপর্যায়ে তিনি চালক আকবর হোসেনকে মারধর করেন। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নোবেল জনতার তোপের মুখে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নোবেল, চালক ও ভাড়ায় চালিত গাড়িটি থানায় নিয়ে যায়। তবে শনিবার মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে জানান, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, গত ২০ মে নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। পরে ১৯ জুন আদালতের নির্দেশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অভিযোগকারিণী নারীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। এরপর ২৪ জুন আদালত তার জামিন মঞ্জুর করেন।

এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী নোবেল এখন ক্রমাগতই নানা আইনি জটিলতা ও সামাজিক বিতর্কে জড়িয়ে পড়ছেন, যা তার ক্যারিয়ার ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে তুলছে।

Watermark