কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রলীগ ও যুবলীগের কিছু নিষিদ্ধ নেতা-কর্মী। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সরকারি কলেজ গেট এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, চকরিয়া সরকারি কলেজের সামনে সড়কে কয়েকটি টায়ারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন কিছু ব্যক্তি। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীদের কয়েকজনের মাথায় হেলমেটও দেখা যায়। যদিও তারা সড়কের এক পাশে টায়ার জ্বালালেও অন্য পাশে যান চলাচল প্রায় স্বাভাবিক ছিল। একপর্যায়ে পুলিশের গাড়ির সাইরেন শোনা গেলে তারা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন।
বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক ওরফে মঞ্জু, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মাহমুদ এবং ছাত্রলীগ কর্মী মো. সুমন, মো. ছোটন ও মো. বাপ্পিকে শনাক্ত করা গেছে।
বিক্ষোভকারীদের একজন, এনামুল হক, নিজের ফেসবুক আইডিতে ঘটনাটির ভিডিও প্রকাশ করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, “গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে শেখ হাসিনা হরতালের ডাক দিয়েছেন। সেই হরতাল সমর্থন করেই আমরা টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়েছি।”
এদিকে, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রাতে সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।