বাংলাদেশে আসছে তুরস্ক নারী ফুটবল দল, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে প্রীতি ম্যাচ
প্রথমবারের মতো ইউরোপের কোনো জাতীয় দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও তুরস্ক নারী দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ, যা দুই দেশের ক্রীড়াক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
সম্প্রতি বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ হোসেন সজীব ভূঁইয়া মরক্কো সফরে যান। সেই সফরেই তিনি বাংলাদেশের নারী ফুটবলের সাম্প্রতিক সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক মহলে তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ নারী দল ইতোমধ্যেই এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। পাশাপাশি তারা দুইবারের সাফ চ্যাম্পিয়ন, যা দক্ষিণ এশিয়ায় তাদের আধিপত্যের প্রমাণ।
এই প্রেক্ষাপটে, তুরস্ক ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশের নারী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করে এবং বাংলাদেশেই ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়।
প্রথমে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) ম্যাচটি আয়োজন করতে অনাগ্রহী ছিল। কারণ, জাতীয় নারী দলের খেলোয়াড়রা তখন টানা ব্যস্ত সূচিতে খেলছেন—
এই ক্লান্তির কারণে আগস্টে খেলা সম্ভব নয় বলে বাফুফে জানায়। তবে তুরস্কের পক্ষ থেকে ইতিবাচক সাড়া আসে, তারা সেপ্টেম্বরে খেলার জন্য সম্মতি দেয়।
তবে ম্যাচ আয়োজন এখনো কিছু শর্তের উপর নির্ভরশীল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—সেপ্টেম্বরে আবহাওয়া। যদি নির্ধারিত দিনে বৃষ্টি না হয়, তাহলে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
তুরস্ক ও বাংলাদেশ উভয় পক্ষই এই ম্যাচ আয়োজন নিয়ে অত্যন্ত আন্তরিক। বাফুফে জানিয়েছে, তারা তুরস্ক দলকে সব ধরনের আতিথেয়তা দিতে প্রস্তুত এবং এই প্রীতি ম্যাচের মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ক্রীড়া সম্পর্ক গড়ে তোলার আশা রাখে। ভবিষ্যতে বাংলাদেশ দলও তুরস্ক সফর করতে পারে।
অবশ্য এই ম্যাচ শুধু একটি সাধারণ প্রীতি ম্যাচ নয়—এটি হবে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রথম ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ, যা নারী ফুটবলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।
এই ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হলে, তা নারী ফুটবলের আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অংশগ্রহণ ও মর্যাদা আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।