চাঁদাবাজমুক্ত দেশ গড়তে ইসলামী আন্দোলনের আহ্বান — কিশোরগঞ্জে সমাবেশে ফয়জুল করীম
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের রাজনীতিতে শুদ্ধতা ফেরাতে চাঁদাবাজমুক্ত একটি রাষ্ট্র গড়া জরুরি। তিনি বলেন, “আওয়ামী লীগ হচ্ছে শাহী চাঁদাবাজ, আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ। তারা বিভিন্ন মহলের তোষামোদ করে রাজনীতি করে—মুচি, ঋষি, টেম্পোস্ট্যান্ড—সবখানেই গিয়ে হাজির হয়। এই সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করতে হবে।”
রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে এসব কথা বলেন তিনি।
ভারতের সম্প্রতি প্রকাশিত মানচিত্রের প্রসঙ্গ টেনে মুফতি ফয়জুল করীম বলেন, “ভারত তাদের মানচিত্রে বাংলাদেশকে নিজেদের ভূখণ্ডের মধ্যে দেখিয়েছে। এটা নিছক মানচিত্রের বিষয় নয়, আদর্শ ও নীতির পার্থক্যের বিষয়। বাংলাদেশ মুসলমানদের দেশ, এটাই বড় পার্থক্য। ইসলামকে ধ্বংস করতে পারলে কিছু দালাল আর চাটুকারকে ব্যবহার করে এ দেশও সিকিমের মতো ভাগিয়ে নেওয়ার চেষ্টা হবে।”
তিনি কাশ্মীর ও হায়দরাবাদের উদাহরণ দিয়ে বলেন, “এমন সময়ও ছিল যখন এই এলাকাগুলো স্বাধীন ছিল। এখন ভারত সেগুলো দখল করেছে। আমাদের সজাগ থাকতে হবে।”
ফয়জুল করীম আরও বলেন, “দেশকে সঠিক পথে নিতে হলে সৎ নেতৃত্ব দরকার। আমরা বহুবার লাঙল, নৌকা, ধানের শীষকে ভোট দিয়ে দেখেছি। এবার একবার হাতপাখাকে সুযোগ দিন। যারা বহুবার পরীক্ষায় ফেল করেছে, তারা নতুন করে আর কী প্রমাণ করবে? আমরা যদি একবার ফেল করি, তাহলে আর কখনো পরীক্ষার হলে যাব না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ প্রমুখ।