Top Header
Author BartaLive.com
তারিখ: ২০ জুলাই ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ণ

প্রাইভেট কারে উঠে জিম্মি যুবক, এটিএম বুথ ঘুরিয়ে ৬ লাখ টাকা ছিনতাই

News Image

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ এক জিম্মি ও ছিনতাইয়ের শিকার হয়েছেন এক তরুণ। শাহজাহান বাদশা (২৮) নামের ওই যুবক শনিবার সন্ধ্যায় ঢাকায় যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। শ্রীপুরের মাওনা চৌরাস্তার একপ্রান্তে একটি প্রাইভেট কার দাঁড়িয়ে থাকতে দেখে তিনি সেটিতে ওঠেন। গাড়িটিতে আরও কয়েকজন যাত্রী বসা থাকায় সেটিকে নির্ভরযোগ্য মনে করেছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গাড়ির ভেতরে থাকা চারজন ব্যক্তি দেশীয় অস্ত্র দেখিয়ে তাঁকে জিম্মি করে ফেলে।

জিম্মি অবস্থায় তাঁর কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন কেড়ে নেয় দুর্বৃত্তরা। এরপর তাঁর চারটি ব্যাংক কার্ডের পিন আদায় করে আশপাশের বিভিন্ন এটিএম বুথে নিয়ে গিয়ে প্রায় ৬ লাখ টাকা তুলে নেয়। এছাড়া তাঁর সঙ্গে থাকা আরও ৫০ হাজার টাকাও নিয়ে নেয় তারা। সাত ঘণ্টা ধরে জিম্মি রাখার পর রাত একটার দিকে তাঁকে মারধর করে ফেলে রেখে যায় মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় ন্যাশনাল ফিড মিলের সামনে।

ভুক্তভোগী শাহজাহান বাদশা শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের মো. বাবুলের ছেলে। তিনি জানান, পরদিন সকালে ঢাকায় তাঁর একটি পরীক্ষা ছিল, আর সেই রাতেই বিদেশ যাওয়ার কথা ছিল তাঁর। তাই নির্ধারিত সময়েই তিনি ঢাকায় রওনা দিয়েছিলেন। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তিনি স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। একজনের স্মার্টফোন ব্যবহার করে নিজের ফেসবুক আইডিতে ঢুকে একটি ভিডিও বার্তায় পুরো ঘটনার বিবরণ দেন তিনি।

শাহজাহান বলেন, তিনি শ্রীপুর থানায় বিষয়টি জানিয়ে আবার ঢাকার উদ্দেশে রওনা দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারিক জানান, “পুরো ঘটনাটি জয়দেবপুর থানা এলাকায় ঘটেছে, তবে যেহেতু ভুক্তভোগী আমাদের থানা এলাকা থেকে গাড়িতে উঠেছিলেন, তাই আমরা নিজ উদ্যোগে বিষয়টি তদন্ত করছি।”

Watermark