চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল শাখা ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সভাপতি আবরার ফারাবী আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন—এ তথ্য তিনি নিজেই স্বীকার করেছেন। তবে ছাত্রলীগে থাকার সময় তার জামায়াত-শিবিরবিরোধী একাধিক ফেসবুক পোস্ট ও ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় বিতর্ক। বিষয়টি ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভাইরাল হওয়া পোস্টগুলোর মধ্যে ২০২১ সালের ২৯ ডিসেম্বর এবং ২০২২ সালের ১৪ নভেম্বরের দুটি উল্লেখযোগ্য। ২০২১ সালের পোস্টে আবরার ফারাবী লিখেছিলেন, “২০০১ সালের ২৯ ডিসেম্বর খুনী জামায়াত-শিবিরের হাতে নিহত চবি ছাত্রলীগের সাবেক নেতা শহীদ আলী মরতুজা চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানাই।” তিনি আরও লিখেন, “দল ক্ষমতায় থাকা সত্ত্বেও এমন জনপ্রিয় ছাত্রনেতার নির্মম হত্যার বিচার না হওয়া অত্যন্ত বেদনাদায়ক।”
অন্যদিকে, ২০২২ সালের একটি পোস্টে তিনি ছাত্রলীগের নেতা ড. রবিউল হাসানকে ‘শিবিরের বিরুদ্ধে লড়াকু’ হিসেবে অভিহিত করে লেখেন, “ছাত্রলীগ করার অপরাধে জীবনের অনেক বসন্ত হারিয়েছেন। আজ যারা তাঁর মতো ত্যাগী মানুষের বিরুদ্ধে কথা বলেন, তারা ভুল করছেন।”
তার ফেসবুক অ্যাকাউন্টে ছাত্রলীগের সাবেক নেতা ও ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) উপগ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়ের সঙ্গে ‘প্রিয় ভাই’ উল্লেখ করে একটি পোস্ট পাওয়া গেছে। পাশাপাশি আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি।
এই বিতর্কের প্রেক্ষিতে আবরার ফারাবী বলেন, “২০২২ সালের ১৭ জুন পর্যন্ত আমি ছাত্রলীগে ছিলাম। এরপর সবধরনের সম্পর্ক ছিন্ন করে ২০২৩ সালে ইসলামী ছাত্রশিবিরে যুক্ত হই।” তিনি আরও জানান, শিবিরে যোগ দেওয়ার পর তিনি মানোন্নয়ন করে সংগঠনের সদস্য হন এবং এরপর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। “জুলাই বিপ্লব” শুরু হওয়ার পর থেকেই তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ নামে একটি প্ল্যাটফর্মও চালু করেন।
চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী জানান, “আবরার ফারাবীর ভাইরাল হওয়া সব পোস্টই ছাত্রলীগে থাকাকালীন সময়ের। শিবিরে যোগ দেওয়ার পর তিনি নিয়ম অনুযায়ী মানোন্নয়ন করে দায়িত্বে আসেন।” তিনি আরও বলেন, “২০২৪ সালের আগস্টের আগেই তিনি সোহরাওয়ার্দী হল শাখার দায়িত্বে ছিলেন এবং চলতি বছরের জানুয়ারিতে তাকে হল শাখার সভাপতির দায়িত্ব দেওয়া হয়।”