Top Header
Author BartaLive.com
তারিখ: ২১ জুলাই ২০২৫, ০২:১৯ অপরাহ্ণ

ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা, বন্ধু জিজ্ঞাসাবাদে

News Image

বোয়ালখালী প্রতিনিধি ।।

চট্টগ্রামের বোয়ালখালীতে মো. জিসান (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের পূর্ব বেপারীপাড়া এলাকার নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিসান স্থানীয় চৌধুরীহাট এলাকায় একটি স্টিলের আলমারি তৈরির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বাবার নাম মো. সোলাইমান, পেশায় বাবুর্চি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মো. সাইফুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিসানের মরদেহ উদ্ধার করে। তিনি জানান, জিসান ঘরের সিলিংয়ের বাঁশের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন। আত্মহত্যার আগে রাত ৩টা পর্যন্ত তিনি মোবাইল ফোনে এক বন্ধুর সঙ্গে কথা বলেন। সেই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জিসানের বাবা সোলাইমান বাবুর্চি বলেন, “প্রায় এক মাস আগে কক্সবাজার যাবে বলে ঢাকায় বন্ধুদের সঙ্গে গিয়েছিল জিসান। পাঁচ-ছয় দিন পর বাড়ি ফিরে আসে। এরপর থেকেই সারাদিন মোবাইলে বন্ধুদের সঙ্গে কথা বলত, আমাদের সঙ্গে তেমন কথা বলত না। আগে মাঝেমধ্যে টাকা দিত, সেটাও বন্ধ করে দেয়। এমনকি মায়ের গয়না চুরি করে বিক্রি করেছে।”

তিনি আরও বলেন, “ধার-কর্জ থাকতে পারে, কিন্তু সে কিছুই বলেনি। তাই বলে আত্মহত্যা করতে হবে?”

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া জানান, “মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার ঘর থেকে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে কার কাছে কত টাকা দেওয়া বা নেওয়া হয়েছে, তা লেখা ছিল। প্রাথমিক তদন্তের স্বার্থে আত্মহত্যার আগে কথা বলা বন্ধুটিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”

Watermark