রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে বিমানটি কলেজ ক্যাম্পাসের একটি ভবনের ওপর ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান বিধ্বস্তের কিছু সময় আগেই ঐ ভবনে ক্লাস শেষ হয়েছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ভবনটিতে আগুন ধরে যায়, ফলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে, তবে এখনো পর্যন্ত কোনও সরকারি সংস্থা বা কর্তৃপক্ষ হতাহতের নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে, হতাহতদের সঠিক সংখ্যা বলা সম্ভব হয়নি, কারণ উদ্ধার কাজ এখনো চলছে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিস জানায়, উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার কাজে অংশ নিয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে, আর উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত চিত্র স্পষ্ট হবে না।