Top Header
Author BartaLive.com
তারিখ: ২১ জুলাই ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ণ

আহতদের সহায়তায় কর্মীদেরকে বিএনপি-জামায়াতের নির্দেশ, উদ্ধারকাজে বিজিবি ও সেনাবাহিনী

News Image

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার পর বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বার্তায় জানানো হয়, ক্লাস ছুটির মুহূর্তে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বার্তায় আরও বলা হয়, ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের সহায়তায় কাজ করার নির্দেশ দিয়েছেন।

এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এক বিবৃতিতে জানানো হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দলীয় সর্বস্তরের জনশক্তি ও স্থানীয় বাসিন্দাদের উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ ও আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন।

আইএসপিআর জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান এবং এতে কেবল পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর অবস্থান করছিলেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের অন্তত আটটি ইউনিট কাজ করছে। দুপুরে বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অংশ নিতে ঘটনাস্থলে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনার সময় স্কুলে ক্লাস শেষ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। উদ্ধারকাজ এখনো চলছে।

Watermark