Top Header
Author BartaLive.com
তারিখ: ২২ জুলাই ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ

ফেনীর বন্যার ত্রাণের অর্থ নিয়ে বিতর্ক: সারজিস আলমের ব্যাখ্যা

News Image

২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় ফেনীর দুর্গত মানুষের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগৃহীত ত্রাণের অর্থ যথাযথভাবে ব্যবহার হয়নি—এমন অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত টাকা উঠলেও দুর্গত মানুষ কীভাবে পর্যাপ্ত সহায়তা থেকে বঞ্চিত হলো?

এই বিতর্কের প্রেক্ষিতে সোমবার (২১ জুলাই) ফেনী সফরের সময় সাংবাদিকদের মুখোমুখি হন বৈষম্যবিরোধী আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সফরের শুরুতে তিনি রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনার কারণে কথা বলতে অনীহা প্রকাশ করলেও পরে ফেনীর সার্কিট হাউসের সামনে গাড়ি থেকে নেমে সাংবাদিকদের কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য দেন।

সারজিস আলম বলেন, “মিডিয়ার উচিত নিরপেক্ষভাবে কাজ করা। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ নেওয়া পেশাদার সাংবাদিকতার পরিপন্থী। বাংলাদেশে ফেরেশতা হলেও কিছু মানুষ আপনাকে শয়তান বলবে—কারণ সেটি তাদের ব্যক্তিস্বার্থে আঘাত করে।”

তিনি জানান, টিএসসিতে যে ত্রাণ তহবিল গঠন করা হয়েছিল, সেটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছাসেবী উদ্যোগ। সংগৃহীত অর্থ একটি আন্তর্জাতিক নিরীক্ষা ফার্মের মাধ্যমে অডিট করিয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ফান্ডে জমা দেওয়া হয়েছিল। কারণ, এনসিপির পক্ষে সরাসরি ত্রাণ বিতরণ পরিচালনার মতো পর্যাপ্ত লজিস্টিক বা জনবল ছিল না।

“আমাদের এ ধরনের কাজের পূর্ব অভিজ্ঞতাও ছিল না। সরাসরি বিতরণ করতে গেলে অপব্যবহারের ঝুঁকি থাকতো,” বলেন সারজিস। “এই কারণে রাষ্ট্রের কাঠামোর ওপর আস্থা রেখেই অর্থ সরকারি ফান্ডে দেওয়া হয়।”

বিতর্কের বিষয়ে পরিষ্কার বক্তব্য দিয়ে সারজিস বলেন, এখন প্রশ্ন তোলা উচিত ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে। তিনি বলেন, “এই মন্ত্রণালয় কোনো রাজনৈতিক সরকারের অধীনে নয়, এটি ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীন। কাজেই কে কী করল, সেটি জানতে চাইতে হলে ওই উপদেষ্টার কাছেই জবাবদিহি চাইতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা ইতিমধ্যে ফেনীর এনসিপি নেতাদের দায়িত্ব দিয়েছি—তারা আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে জানবেন, ফেনীর জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, কতটুকু ব্যয় হয়েছে এবং তার বিস্তারিত হিসাব কী। এসব তথ্য ফেনীবাসীর কাছে তুলে ধরা হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত, কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, জাহিদুল ইসলাম সৈকতসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ফেনীর ভয়াবহ বন্যার সময় টিএসসির গণ-ত্রাণ কর্মসূচি ব্যাপক আলোচিত হলেও পরবর্তীতে অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি হয়। বর্তমানে সামাজিক মাধ্যমে এই ইস্যুতে নতুন করে বিতর্ক দানা বাঁধছে।

Watermark