Top Header
Author BartaLive.com
তারিখ: ২৩ জুলাই ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ

এসএসসি পাসেই কনস্টেবল হওয়ার সুযোগ, ফি ৪০ টাকা, জিপিএ ২.৫ হলেই চলবে

News Image

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে; তালাকপ্রাপ্ত প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য নয়। ২০২৫ সালের ২৪ জুলাই তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। মেধা কোটার অন্তর্ভুক্ত পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোটায় পুরুষদের জন্য উচ্চতা নির্ধারিত হয়েছে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষ প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় এটি যথাক্রমে ৩০ ও ৩১ ইঞ্চি। দৃষ্টিশক্তি সবার জন্যই ৬/৬ হতে হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের ক্ষেত্রে সরকার নির্ধারিত বিধি অনুসরণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশ পুলিশের নির্ধারিত ওয়েবসাইট www.police.teletalk.com.bd-এর মাধ্যমে। আবেদন ফরম পূরণের পর প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন, যার মাধ্যমে আবেদন ফি হিসেবে ৪০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে পরিশোধ করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে।

আবেদনের শেষ তারিখ ২৪ জুলাই ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। যারা যোগ্য ও আগ্রহী, তারা এই সুযোগ কাজে লাগিয়ে সম্মানজনক পেশায় যুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারেন।

Watermark