Top Header
Author BartaLive.com
তারিখ: ২৩ জুলাই ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ণ

শিবিরের আসল রূপ দেখতে হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান: ছাত্রদল নেতা নাছির

News Image

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের প্রকৃত আচরণ ও কার্যকলাপ দেখতে হলে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে গেলে শিবিরের সন্ত্রাসী রূপ প্রত্যক্ষ করা সম্ভব হবে।

বুধবার (২৩ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে শাখা ছাত্রদলের আয়োজিত ‘জুলাই শহিদ স্মরণ সভা’-তে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

নাছির উদ্দীন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি কখনোই শিবিরের রাজনীতিকে অনুমোদন দেয়নি। তবে গণঅভ্যুত্থানের পর কিছু দুষ্কৃতিকারী ও ষড়যন্ত্রকারীর সহায়তায় ঢাবিতে শিবির কার্যক্রম পরিচালনার চেষ্টা চালাচ্ছে। এটি একটি গুপ্ত সংগঠন, তাদের রাজনীতি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করতে হবে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত পাঁচ বছরের বেশি সময় ধরে এই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর নানা ধরনের নিপীড়ন চালানো হয়েছে। ৫ আগস্টের ঘটনার পর ‘জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন, ১০০ পার্সেন্ট সেলিব্রেশন’ শিরোনামে ছাত্রদলের বিরুদ্ধে এক ধরনের প্রচারণা শুরু করে গুপ্ত সংগঠনটি।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের ঘটনার পর যখন ছাত্রশিবির আত্মপ্রকাশ করে, তখন আমরা বলেছিলাম—তারা প্রকাশ্যে এলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা সম্ভব। কিন্তু দেখা গেছে, যেসব ক্যাম্পাসে তারা শক্তিশালী, সেখানে তারা আত্মপ্রকাশ করে; আর যেসব জায়গায় দুর্বল, সেখানে গুপ্তভাবে রাজনীতি করে যাচ্ছে। তারা কমিটি প্রকাশ করে না, গোপনে সাংগঠনিক কার্যক্রম চালায়।”

সভায় সভাপতিত্ব করেন রাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. জহির রায়হান আহমেদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Watermark