Top Header
Author BartaLive.com
তারিখ: ২৪ জুলাই ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের পোশাক নির্দেশনা পরামর্শমূলক, স্বাধীনতা খর্ব হবে না: বিবৃতি

News Image

বাংলাদেশ ব্যাংক কর্মক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের পোশাকসংক্রান্ত একটি নতুন সার্কুলার জারি করেছে, তবে তারা এটিকে ‘পরামর্শমূলক’ বলে উল্লেখ করেছে। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক জানায়, এই সার্কুলারের উদ্দেশ্য অফিসের পরিবেশে শালীনতা ও পেশাদারিত্ব বজায় রাখা এবং অতিশয় কারুকার্যপূর্ণ পোশাক পরিধান নিরুৎসাহিত করা। তবে এর মাধ্যমে কারও পোশাক পরার স্বাধীনতা খর্ব হবে না বলেও ব্যাংকটি আশ্বস্ত করেছে।

সার্কুলারটি জারির আগে সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক তাদের নারী কর্মকর্তা-কর্মচারীদের শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না বা অন্যান্য শালীন পোশাক পরার নির্দেশনা দিয়েছে। ছোট হাতা, স্বল্প দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পুরুষদের জন্য নির্ধারিত হয়েছে লম্বা বা হাফ হাতার ফরমাল শার্ট ও ফরমাল প্যান্ট; নিষেধ করা হয়েছে জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট পরা। নির্দেশনা না মানলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনার কথাও উল্লেখ ছিল।

তবে বাংলাদেশ ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, এ সার্কুলারের মাধ্যমে পোশাকের ওপর কোনো বাধ্যতামূলক নিয়ম চাপিয়ে দেওয়া হয়নি। বরং বিভিন্ন বয়সী এবং পটভূমির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পোশাকজনিত বৈচিত্র্য থেকে যে মানসিক ফারাক বা দূরত্ব তৈরি হয়, তা কমিয়ে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোই এর মূল লক্ষ্য। নারী সহকর্মীদের জন্য বোরকা বা হিজাব পরার বিষয়ে কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি বলেও স্পষ্ট করেছে তারা।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, ‘এই সার্কুলারের মাধ্যমে অফিসে কারও পোশাক পরিধানের স্বাধীনতা ক্ষুণ্ন হবে না’— বরং এটি একটি দিকনির্দেশনা, যা একটি পেশাদার ও ভারসাম্যপূর্ণ কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক হতে পারে।

Watermark