রাজধানীর সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে সেই তরুণও রয়েছেন, যিনি হামলার সময় “টাকা তুলে শেখ হাসিনাকে ফেরাব” বলে দেওয়া বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন:
সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এর জেরে শিক্ষার্থীরা ৬ দফা দাবি উত্থাপন করে সচিবালয়ের সামনে বিক্ষোভে অংশ নেয়। এক পর্যায়ে সেখানে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।
বিক্ষোভ চলাকালে মো. শাকিল মিয়ার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়—
“যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা সবাই টাকা তুইলা শেখ হাসিনারে আবার বাংলাদেশে আনব। শেখ হাসিনা ভালো ছিল।”
এ ঘটনার পর গত মঙ্গলবার রাজধানীর একটি থানায় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ১,২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ।
এরপর, বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ আগস্ট তারিখ ধার্য করেন।