ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ করেছেন আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিরা।
বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রথমে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তৃতা শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
একই স্থানে ইনতিফাদা বাংলাদেশ-এর ব্যানারে আরও একটি বিক্ষোভ সমাবেশ হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম-ওলামারা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নেন। এরাও এক পর্যায়ে বিক্ষোভ মিছিল বের করেন।
বক্তারা অভিযোগ করেন, জাতিসংঘ গাজায় শিশুসহ নিরীহ মানুষের উপর নির্বিচারে হামলা ও হত্যাকাণ্ডের সময় কার্যকর কোনো পদক্ষেপ নেয় না। বরং বিশ্বের নানা প্রান্তে মুসলিম নির্যাতনের সময়ও সংস্থাটির ভূমিকা প্রায় নীরব। অথচ এখন তারা বাংলাদেশে মানবাধিকার কমিশনের কার্যালয় খুলতে চাইছে, যা প্রশ্নবিদ্ধ।
বক্তাদের মতে, যেসব দেশে জাতিসংঘের এই ধরনের কার্যালয় রয়েছে, সেখানেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ হয়নি। তাই বাংলাদেশে এমন কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না হলে ধর্মপ্রাণ মানুষদের নিয়ে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।