ভারতীয় নির্মাতা এম এন রাজের পরিচালনায় ‘ভালোবাসার মরশুম’ শিরোনামের একটি নতুন সিনেমায় অভিনয়ের কথা ছিল বাংলাদেশের খায়রুল বাসার ও তানজিন তিশার। বলিউডের জনপ্রিয় অভিনেতা ‘থ্রি ইডিয়টস’খ্যাত শারমন যোশিকে নিয়ে তৈরি হতে যাওয়া এই সিনেমাটি ঘিরে ইতোমধ্যে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছিল। তবে আজ শুক্রবার হঠাৎ করেই খায়রুল বাসার তাঁর ফেসবুক পোস্টে জানিয়ে দেন, সিনেমাটি তিনি আর করছেন না। শিডিউল জটিলতাকে কারণ হিসেবে উল্লেখ করলেও নির্মাতা এম এন রাজ এই আচরণকে অপেশাদার বলে মন্তব্য করেছেন।
খায়রুল বাসার তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “ভালোবাসার মরশুম সিনেমায় সম্পৃক্ত হওয়ার কথাবার্তা আগাচ্ছিল। খুব শিগগির চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। সংগত কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না। ছবিটির জন্য শুভকামনা।”
পরবর্তীতে প্রথম আলোকে দেওয়া এক মন্তব্যে বাসার জানান, “কাজটি করার খুব আগ্রহ ছিল। সবকিছু ভালোভাবেই এগোচ্ছিল। কিন্তু একই সময়ে আমার অন্য বেশ কয়েকটি কাজের কমিটমেন্ট থাকায় সিনেমাটিতে কাজ করা সম্ভব হচ্ছে না।”
তবে নির্মাতা এম এন রাজ বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তিনি বলেন, “খায়রুল বাসার এরইমধ্যে সিনেমায় কাজ করার জন্য চূড়ান্ত সম্মতি দিয়েছিলেন। এমনকি দুই দিন আগে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম সম্মানীর একটি অংশ পাঠানো হয়। হঠাৎ আজ দুপুরে একটি খুদে বার্তা পাঠিয়ে তিনি জানান, কাজটি করতে পারছেন না। এরপর বহুবার ফোন করলেও তিনি আর সাড়া দেননি।”
এম এন রাজ আরও বলেন, “কারও কাজ না করতে পারা কোনো সমস্যা নয়। কিন্তু বিষয়টি সৌজন্য ও পেশাদারিত্বের সঙ্গে জানানো উচিত। হঠাৎ করে টেক্সট পাঠিয়ে উধাও হয়ে যাওয়া এবং ফোন না ধরা অত্যন্ত দুঃখজনক ও অপেশাদার আচরণ। আমি শুধু একটু শালীনতা আশা করেছিলাম।”
বিষয়টি নিয়ে খায়রুল বাসারেরও আলাদা বক্তব্য রয়েছে। তাঁর দাবি, “আমি মৌখিকভাবে সম্মতি দিয়েছিলাম এবং সে অনুযায়ী তাঁরা এক-চতুর্থাংশ পারিশ্রমিক প্রদান করেন। আমি যেহেতু কাজটি করছি না, অবশ্যই তাঁদের টাকা ফেরত দেব। ইতিমধ্যে তাঁদের কাছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে। শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে ফোন ধরতে পারিনি, তবে সঙ্গেসঙ্গেই টেক্সট করে জানিয়েছি।”
‘ভালোবাসার মরশুম’ সিনেমাটি নির্মাতা এম এন রাজের পরিচালনায় তৈরি হচ্ছে, যেখানে প্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করছেন বলিউড অভিনেতা শারমন যোশি। তাঁর সঙ্গে থাকছেন বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা এবং টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। যদিও খায়রুল বাসারের সরে দাঁড়ানো সিনেমার প্রাথমিক পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনছে, তবুও নির্মাতা জানিয়েছেন—সিনেমার কাজ যথারীতি এগিয়ে চলবে এবং নতুন শিল্পী নির্বাচন খুব দ্রুতই চূড়ান্ত করা হবে।