Top Header
Author BartaLive.com
তারিখ: ২৫ জুলাই ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ

চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

News Image

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি পুকুর থেকে দিনদুপুরে মাছ লুটের ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মাছ ব্যবসায়ী আবদুস সালাম অভিযোগ করেছেন, ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তাঁর সাব-লিজ নেওয়া ৩২ বিঘা আয়তনের পুকুর থেকে দুই দফায় প্রায় ৩০ লাখ টাকার মাছ লুট করা হয়েছে।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী আবদুস সালাম ১৮ জুলাই তাড়াশ থানায় এবং ২৩ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি সিরাজগঞ্জ পৌর শহরের বাহিরগোলা এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাধাইনগর সংঘই পাড়া গ্রামের ‘সংঘই দীঘি পুকুর’টি নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় রয়েছে। এর সুফলভোগীদের কাছ থেকে পুকুরটি ২০২৭ সাল পর্যন্ত সাব-লিজ নেন আবদুস সালাম। তবে সম্প্রতি উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রহমান ওরফে টুটুল তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ সালামের। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাছ চাষে বাধা দেওয়ার হুমকি দেওয়া হয়।

বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো সমাধান হয়নি। এরপর গত ১৮ জুলাই ভোরে এবং আবার ২২ জুলাই দুপুরে দলবদ্ধভাবে পুকুরে জাল ফেলে মাছ লুট করে নিয়ে যায় চাঁদা দাবি করা ব্যক্তিরা। সালামের ভাষায়, “আমিনুর রহমানের নেতৃত্বে অন্তত ১৬ জন দুই দফায় পুকুর থেকে মাছ তুলে নিয়ে গেছে। এতে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

চাঁদা দাবি ও মাছ লুটের অভিযোগ অস্বীকার করেছেন আমিনুর রহমান। তিনি বলেন, “সুফলভোগীদের কাছ থেকে সাব-লিজ নেওয়ার সময়সীমা এখনো আছে কি না, সেটা স্পষ্ট নয়। আর কে বা কারা মাছ ধরেছে, তাও আমি জানি না।”

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন।”

অভিযোগটি দলীয়ভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান। তিনি বলেন, “ঘটনায় দলের কেউ জড়িত থাকলে আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।”

Watermark