Top Header
Author BartaLive.com
তারিখ: ২৬ জুলাই ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ণ

আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ

News Image

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়ে পুলিশের দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলেছেন আহমাদ ওয়াদুদ নামের এক ভুক্তভোগী। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে তার কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ ও কিছু নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের সময় চাপাতি দিয়ে তাকে আঘাতও করা হয়, তবে সৌভাগ্যবশত আঘাত গুরুতর ছিল না। ঘটনার সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন, কিন্তু কিছু দূরে থাকায় নিরাপদে ছিলেন।

ঘটনার মাত্র পাঁচ মিনিটের মধ্যে ওয়াদুদ মোহাম্মদপুর থানায় গিয়ে ডিউটি অফিসার এসআই জসিমকে বিষয়টি জানান। কিন্তু অভিযোগ নেওয়ার বদলে তাকে অপেক্ষা করতে বলা হয়। এরপর এক পুলিশ সদস্য তার জামার বোতাম না লাগানোর বিষয়ে তির্যক মন্তব্য করেন। এমনকি টাইয়ের ওপরের বোতাম লাগাতে বাধ্য করেন, যা সাধারণত অনেকেই খোলা রাখেন। অভিযোগ লেখার সময় কলম চাইলে জানানো হয়, থানায় অতিরিক্ত কলম নেই—যদিও সামনেই কলম দেখা যাচ্ছিল। শেষ পর্যন্ত নিজের স্ত্রীর ব্যাগ থেকে কলম নিয়ে তিনি লিখিত অভিযোগ দেন।

অভিযোগ নেওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে যেতে অনীহা প্রকাশ করে। এসআই জসিম স্পষ্টভাবে বলেন, “এটা সম্ভব না। ছিনতাইকারীরা বসে থাকবে নাকি?” পরে ওসির কক্ষে গেলে ওসি ইফতেখার হাসান আরও হতাশাজনক মন্তব্য করেন—“আমি ওসি হয়েও কম দামী ফোন ব্যবহার করি, আপনি এত দামী ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই।”

পরে এএসআই আনারুলের নেতৃত্বে ঘটনাস্থলে গেলেও যথাযথ অভিযান পরিচালনা করা হয়নি। ওয়াদুদ ছিনতাইকারীদের চিনে দেখিয়ে দিলেও পুলিশ সদস্যরা দৃশ্যত আগ্রহ দেখাননি। একপর্যায়ে সন্দেহভাজন ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

এই অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি আমলে নেওয়া হয়। শুক্রবার রাতে দেওয়া এক পোস্টে পুলিশ সদর দপ্তর জানায়, ভুক্তভোগীর অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে অভিযুক্ত চার পুলিশ সদস্য—এসআই জসিম, এএসআই আনারুল, কনস্টেবল নুরুন্নবী এবং কনস্টেবল মাজেদুল ইসলাম—কে দায়িত্ব থেকে সরিয়ে উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

একইসঙ্গে পুলিশ ওয়াদুদের সঙ্গে ঘটে যাওয়া আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানায়, ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

Watermark