Top Header
Author BartaLive.com
তারিখ: ২৬ জুলাই ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ

কুমিল্লার দাউদকান্দিতে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

News Image

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাগামী লেনে এই ঘটনা ঘটে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, “দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।”

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, মামুন সম্রাট ওই রাতে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তিন নারীর সঙ্গে যাত্রা করছিলেন। বাসটি গৌরীপুর বাসস্ট্যান্ডে যাত্রাবিরতি করলে মামুন পানি কিনতে বাস থেকে নেমেছিলেন। তখনই ওঁৎ পেতে থাকা তিন-চারজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্রের একাধিক আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, চাঁদাবাজিসহ অন্তত ২৩টি মামলা রয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, মামুন গৌরীপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। ওইসব কর্মকাণ্ডকে কেন্দ্র করেই প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। স্থানীয়দের ধারণা, এই বিরোধ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

এ বিষয়ে ওসি জুনায়েত চৌধুরী বলেন, “কে বা কারা এ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। বিস্তারিত জানতে তদন্ত চলছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠিয়েছে এবং মামলার প্রস্তুতি নিচ্ছে।

Watermark