Top Header
Author BartaLive.com
তারিখ: ২৬ জুলাই ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ণ

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি বিদেশি গ্রেপ্তার

News Image

সৌদি আরবে বসবাস, কর্মসংস্থান এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে ২২ হাজার ৪৯৭ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার (২৬ জুলাই) সৌদি প্রেস এজেন্সির (SPA) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়,

অবৈধভাবে সীমান্তে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ৬১ শতাংশ ছিলেন ইথিওপীয়, ৩৮ শতাংশ ইয়েমেনি, এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া প্রতিবেশী রাষ্ট্রে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৪০ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি, অবৈধ অভিবাসীদের আশ্রয় ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, যারা অবৈধভাবে প্রবেশে সহায়তা করবে—যেমন আশ্রয় দেওয়া, পরিবহন বা লুকিয়ে রাখা—তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, এবং সম্পত্তি ও যানবাহন জব্দ করার শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

Watermark