রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের (এমপি) বাড়িতে গিয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশান ৮৩ নম্বর রোডের ওই বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে চাঁদাবাজির নেতৃত্ব দেন রিয়াদ নামে এক যুবক। তার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছিল।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, গত ১৭ জুলাই রিয়াদসহ কয়েকজন একই সাবেক এমপির বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই দিনই তারা ১০ লাখ টাকা সংগ্রহ করে নিয়ে যান। বিষয়টি তদন্তে নিয়ে পুলিশ নজরদারি বাড়ায় এবং শনিবার সন্ধ্যায় অভিযানে পাঁচজনকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতদের বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।