Top Header
Author BartaLive.com
তারিখ: ২৭ জুলাই ২০২৫, ০৪:১৭ অপরাহ্ণ

‘জুলাই সনদ’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে, সব দলের মতামত চাওয়া হচ্ছে: আলী রীয়াজ

News Image

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, ‘জুলাই সনদ’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে এবং তা সোমবারের মধ্যে দেশের সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলোর মতামত পাওয়ার পর তা সংযোজন করে সনদের প্রাথমিক রূপ চূড়ান্ত করা হবে।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রাজনৈতিক সংলাপের ১৯তম দিনে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ জানান, সংলাপে সনদের খসড়া নিয়ে সরাসরি আলোচনা হবে না। তবে বড় ধরনের মৌলিক আপত্তি উঠলে তা আলোচনার টেবিলে তোলা হতে পারে। তিনি বলেন, ‘আপনাদের পক্ষ থেকে মতামত এলে, তা সন্নিবেশ করে প্রাথমিক সনদের ভূমিকা, প্রেক্ষাপট এবং প্রতিশ্রুতির অংশে স্থান পাবে।’

রোববারের সংলাপে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, এবং পুলিশ কমিশন গঠন–এ তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনার অগ্রগতি তুলে ধরে আলী রীয়াজ জানান, ৩১ জুলাইয়ের মধ্যে সংলাপের এই ধাপ শেষ করার লক্ষ্যে কাজ চলছে। এখন পর্যন্ত ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছে, ৭টি বিষয়ে আলোচনা চলমান, আর ৩টি বিষয়ে আলোচনা শুরুই হয়নি।

জাতীয় সনদে স্বাক্ষরের জন্য একটি নির্দিষ্ট দিন বরাদ্দ রাখা হবে বলেও জানান তিনি।

এ দিনের সংলাপে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ মোট ৩০টি রাজনৈতিক দল।

সংলাপ সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়াসহ অন্যান্য রাজনৈতিক ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

Watermark