Top Header
Author BartaLive.com
তারিখ: ২৮ জুলাই ২০২৫, ০২:৩৫ অপরাহ্ণ

ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি

News Image

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ফোনে ডেকে নিয়ে একজন ব্যক্তিকে কিল-ঘুষি মেরে জখম ও হুমকি দেন এই ক্রিকেটার। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল (রবিবার) রাতে, রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায়। রাতেই ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় গিয়ে অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তবে থানার একটি দায়িত্বশীল সূত্র  জানিয়েছে, অভিযোগটি সত্য এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। সূত্রটি আরও জানায়, অভিযোগকারী সৌরভ ও তাসকিনের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

অভিযোগপত্র অনুযায়ী, তাসকিন আহমেদ সৌরভকে ফোনে ডেকে নেন। পরে ঘটনাস্থলে তাঁকে কিল-ঘুষি মেরে জখম ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ।

এ বিষয়ে তাসকিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপে কল করা হলেও তিনি সাড়া দেননি। তাসকিনের বাবা আব্দুর রশিদের ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, তাসকিন আহমেদ সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিলেন। ২৪ জুলাই অনুষ্ঠিত শেষ ম্যাচেও খেলেছেন তিনি।

Watermark