Top Header
Author BartaLive.com
তারিখ: ২৮ জুলাই ২০২৫, ০২:৫৬ অপরাহ্ণ

একই রাতে তিনটি ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎবিচ্ছিন্ন দুই হাজার মানুষ

News Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পাটাগড়া চৌরাস্তা এলাকায় শনিবার দিবাগত রাত ২টার দিকে ঘটে চাঞ্চল্যকর এক ঘটনা। একসঙ্গে তিনটি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে পালানোর চেষ্টা করে একটি চক্র। তবে স্থানীয়দের তৎপরতায় এক পর্যায়ে তাদের ব্যবহৃত ট্রাকটি ধাওয়া করে আটক করা সম্ভব হয়।

চুরির সময় রাস্তায় ট্রাক পার্ক করে কয়েকজন লোক ট্রান্সফরমার খুলে নিচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে সন্দেহ হয়। গ্রামবাসী এগিয়ে গেলে চোরেরা ট্রান্সফরমারসহ ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। তখনই স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং কয়েকজন মোটরসাইকেলযোগে ট্রাকটি অনুসরণ শুরু করেন।

পরে দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল থানা পুলিশের সহযোগিতায় বীরগঞ্জ এলাকায় ট্রাকটির হেলপার শহীদুল ইসলাম (২৪) কে আটক করা হয়। তবে ট্রাকে থাকা আরও তিনজন চোর পালিয়ে যায়।

এ ঘটনায় রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক। তিনি জানান, আটককৃত ব্যক্তিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ট্রান্সফরমারগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ফেরত দেওয়া হবে।

এদিকে, এই ট্রান্সফরমার চুরির কারণে পুরো গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সোমবার দুপুর ১টা পর্যন্ত এলাকাটি বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। পল্লী বিদ্যুতের ডিজিএম এনামুল হক জানান, চুরি হওয়া তিনটি ট্রান্সফরমারের অধীনে প্রায় ৬০টি সংযোগ ছিল। ফলে গ্রামে প্রায় দুই হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন। ট্রান্সফরমারগুলো ফেরত পেলেই সংযোগ চালু করা হবে বলে তিনি জানান।

Watermark