আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর মাস থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “নির্বাচন-পূর্ব সময়ে পুলিশের প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর—এই তিন মাসব্যাপী পুলিশ সদস্যদের প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।”
প্রেস সচিব আরও জানান, নির্বাচন ঘিরে ইতোমধ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য (মিসইনফরমেশন) ছড়ানো শুরু হয়েছে। এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ থেকে উত্তরণের লক্ষ্যে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার সক্রিয়ভাবে কাজ করবে। “সেন্টারটি দ্রুততার সঙ্গে মিথ্যা তথ্য শনাক্ত ও প্রতিহত করতে পারবে”—বলেন শফিকুল আলম।
সভায় আলোচনা হওয়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার মধ্যে সমন্বয় (কো-অর্ডিনেশন) বৃদ্ধি। তিনি বলেন, “আর্মি, পুলিশ ও প্রশাসনের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। শুধু কেন্দ্র নয়, প্রান্তিক পর্যায়েও এই সমন্বয় নিশ্চিত করার কথা বলা হয়েছে।”
প্রেস সচিবের ভাষায়, “নির্বাচন যাতে শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সুশৃঙ্খল হয়, সে লক্ষ্যে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।”