রাঙামাটির বাঘাইহাট উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে ইউপিডিএফ (United People’s Democratic Front) এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান চালানো হয়েছে। অভিযানকালে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী সফলভাবে আস্তানাটি ঘিরে ফেলে এবং সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার করে একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ।
তবে এখনো অভিযান চলমান রয়েছে বলে জানায় বাহিনীটি। পুরো অভিযান শেষ হওয়ার পর বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর।
উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলে ইউপিডিএফ-এর মতো সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযানকে পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।