Top Header
Author BartaLive.com
তারিখ: ২৯ জুলাই ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি দখলে নিতে বৃদ্ধ বাবার হাত-পা ভেঙে দিলো ছেলে

News Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক হৃদয়বিদারক পারিবারিক ঘটনার জন্ম দিয়েছেন এক সন্তান। পারিবারিক বিরোধ এবং সম্পত্তির লড়াইয়ে নিজের ৭৮ বছরের বৃদ্ধ বাবাকে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করেছেন মাসুক মিয়া নামের এক ব্যক্তি।

সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ধন মিয়াকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হয় এবং রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আহত ধন মিয়া স্থানীয় মৃত কনাই মিয়ার ছেলে। কান্নাজড়িত কণ্ঠে তিনি অভিযোগ করে বলেন, “আমার দুই স্ত্রীর দুই সংসার। প্রথম স্ত্রীর ঘরে পাঁচ ছেলে, এক মেয়ে; দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে, তিন মেয়ে। সাত ছেলেকেই আলাদা করে বাড়ি দিয়েছি। আমি ছোট স্ত্রীর সঙ্গে একটি বাড়িতে থাকি। কিন্তু প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার বিরুদ্ধে মামলাও আছে।”

ধন মিয়ার ভাষ্য, “তাকে একখানা বাড়ি দিলেও সে আমার বর্তমান বাড়ির অর্ধেক দখল করেছে। এখন পুরোটা নিতে চায়। কথা কাটাকাটির একপর্যায়ে মসজিদের সামনে এলোপাতাড়ি কোপায় আমাকে। হাত-পা ভেঙে ফেলে, রগও কেটে দেয়।”

স্থানীয় লোকজন এবং ছোট স্ত্রীর ছেলেরা রক্তাক্ত ধন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া ট্রমা হাসপাতালের সার্জন ডা. মো. সোলায়মান মিয়া বলেন, “ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙে গেছে। একটি হাত ও পায়ের রগ কেটে গেছে ধারালো অস্ত্রের আঘাতে। তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।”

এ বিষয়ে অভিযুক্ত মাসুক মিয়ার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Watermark