Top Header
Author BartaLive.com
তারিখ: ২৯ জুলাই ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ণ

ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ

News Image

ছয় বছরের ব্যবধানে আবারও হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ২০২৫ সালের এই নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম।

এর আগে, সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। দীর্ঘ ২৮ বছর বন্ধ থাকার পর সেই নির্বাচনের মাধ্যমে পুনরায় সক্রিয় হয় ডাকসু।

২০১৯ সালের নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হন নুরুল হক নুর, জিএস ছিলেন গোলাম রাব্বানী এবং এজিএস নির্বাচিত হন সাদ্দাম হোসেন।
আসন্ন নির্বাচনে নতুন নেতৃত্ব বাছাইয়ের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরতে চলেছে ছাত্র রাজনীতিতে, এমন প্রত্যাশা রাখছেন সংশ্লিষ্টরা।

Watermark