চলতি বছরে খুব একটা ভালো সময় কাটছে না বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের। তবে টানা ছয় ম্যাচ হারার পর ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ার পর, ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচে ৭৪ রানে জয় পেলেও পাকিস্তান হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পেরেছে কেবল। তবে এই সিরিজ হার এখনও মানতে পারছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।
নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে রমিজ বলেন,
“খুব সহজেই বলা যায়, ভাগ্য খারাপ ছিল। কিন্তু সত্যি হচ্ছে—তারা বাংলাদেশের কাছে হেরেছে। পাকিস্তান তিন ম্যাচের সিরিজ হেরে গেছে বাংলাদেশের কাছে।”
তিনি আরও বলেন,
“এখনও বুঝতে পারছি না আমি কী বলবো, কোথা থেকে শুরু করবো। সবাই পাকিস্তানকে ফেভারিট ভাবে, কিন্তু কঠিন কন্ডিশনে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ের দুর্বলতা ধরা পড়ে গেছে। পরিস্থিতি বুঝে খেলার বুদ্ধি দরকার, বড় শট খেলতে হলেও টেকনিক থাকতে হবে।”
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ রান করে পাকিস্তানকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন ফাহিম আশরাফ। কিন্তু তাকে একটি দুর্দান্ত কুইকারে বোল্ড করে ম্যাচ বাংলাদেশের দিকে নিয়ে আসেন রিশাদ হোসেন। যদিও সেই ম্যাচে ৪ ওভারে ৪২ রান দেন রিশাদ, তবে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
রিশাদের ওপর বাংলাদেশ অধিনায়কের আস্থা দেখে মুগ্ধ রমিজ রাজা। তিনি বলেন,
“বাংলাদেশ জানে কীভাবে রিশাদকে ব্যবহার করতে হবে। ওকে মার খাওয়ার পরও চার ওভারই করিয়েছে। একজন বোলারের ওপর অধিনায়কের এই বিশ্বাস থেকেই বোঝা যায়, দলে পরিকল্পনা কতটা দৃঢ়।”
এই সিরিজ হার পাকিস্তান ক্রিকেটের জন্য বড় ধাক্কা, আর বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফেরানোর এক দারুণ উপলক্ষ।