Top Header
Author BartaLive.com
তারিখ: ৩০ জুলাই ২০২৫, ১২:৪২ অপরাহ্ণ

নিজের বিয়ে ঠেকাতে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত

News Image

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সাহসিকতার অনন্য নজির স্থাপন করেছেন ১৩ বছর বয়সী রুহি আক্তার। পারিবারিক চাপে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ের আয়োজনের খবর পেয়ে নিজেই এগিয়ে আসেন তা থামাতে। নিজের বিয়ে ঠেকাতে তিনি একটি লিখিত দরখাস্ত জমা দেন স্কুলের প্রধান শিক্ষকের কাছে।

রুহি ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তিনি একই এলাকার গাজী বাড়ির প্রবাসী আব্দুর রশিদের মেয়ে। গত মঙ্গলবার (২৯ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ শর্মার কাছে লিখিত আবেদন করে তিনি জানান, তার জন্ম ১৮ জুন ২০১২। বয়স কম হওয়া সত্ত্বেও পরিবার জোরপূর্বক তার বিয়ের আয়োজন করছে, যা তার ইচ্ছার বিরুদ্ধে।

প্রধান শিক্ষক পংকজ শর্মা বলেন, “ছাত্রীর আবেদনটি আমি গুরুত্বসহকারে গ্রহণ করেছি এবং তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ইউএনও স্যারের সঙ্গে যোগাযোগ করেছি। স্থানীয় প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া যায়।”

রুহির এমন পদক্ষেপ জানাজানি হওয়ার পর তার মা জানান, “পারিবারিকভাবে বিয়ের কথা চিন্তা করা হয়েছিল বটে, তবে এখনো দিন-তারিখ চূড়ান্ত হয়নি। এখন মেয়ের বিয়ে দেওয়া হবে না।”

এদিকে, রুহির এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “এই বয়সে এমন সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। আমরা ঘটনা জানার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি।”

Watermark