Top Header
Author BartaLive.com
তারিখ: ৩০ জুলাই ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ

শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে ছাত্রদলের ৩ আগস্টের সমাবেশ, এনসিপির অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তন

News Image

‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে আগামী ৩ আগস্ট যে ছাত্র সমাবেশ আয়োজন করতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল, সেটির স্থান পরিবর্তন করে শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ছাত্রদল।

বুধবার (৩০ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি জানান, “ছাত্রদল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই শহীদ মিনারে সমাবেশের অনুমতি পেয়েছিল। তবে, উদার রাজনৈতিক সংস্কৃতির ধারক হিসেবে এনসিপির বারবার অনুরোধকে সম্মান জানিয়েই আমরা স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “ছাত্রদলের বিরুদ্ধে একাধিক অপপ্রচার চললেও আমরা রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে সচেষ্ট। শাহবাগে সমাবেশ আয়োজনের ফলে জনসাধারণ কিছুটা ভোগান্তিতে পড়লেও, আমরা আশা করি নগরবাসী বিষয়টিকে সহনশীলভাবে গ্রহণ করবেন।”

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, “ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। তবে শেখ হাসিনার সহযোগীদের বিচার না করে যে নির্বাচন হবে, তা আদৌ কতটা নিরপেক্ষ হবে—সে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে।”

Watermark